বাগেরহাট: বাগেরহাট-২ (কচুয়া-সদর) আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, বিএনপি-জামায়াত কখনও মানুষের কাছে আসতে পারেনি। জনবিচ্ছিন্ন একটি দল বা সংগঠন তারা।
শুক্রবার (১১ মার্চ) বিকেলে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ তন্ময় এসব কথা বলেন।
তিনি বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন অনেক বড় অপরাধ। এসব বিষয়ে অপরাধীর দলমত বিবেচনা করা হবে না। ধর্ষকের বিচার হবেই। এমনকি আমার পাশেও দাঁড়ানো কোনো ব্যক্তিও যদি অন্যায় করেন, তাকেও ছাড় দেওয়া হবে না। আমার একমাত্র চাওয়া বাগেরহাটের মানুষ শান্তিতে ঘুমাবে। এখন অপরাধ আগের থেকে অনেক কমেছে, আশা করি ভবিষ্যতে বাগেরহাট হবে অপরাধমুক্ত।
বাধাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইলিয়াস কোটালের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, মীর ফজলে সাইদ ডাবলু, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, সাধারণ সম্পাদক শিকদার আবুবককর সিদ্দিক, বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ প্রমুখ।
প্রতিনিধি সভায় বাধাল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
আরবি