ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

রাজনীতি

‘অবৈধ পথে ক্ষমতা দখলের চেষ্টা সফল হবে না বিএনপির’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
‘অবৈধ পথে ক্ষমতা দখলের চেষ্টা সফল হবে না বিএনপির’

খাগড়াছড়ি: বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র-নৈরাজ্য-অপতৎপরতার বিরুদ্ধে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখা।

সোমবার (১৪ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে প্রতিবাদ সমাবেশ করে।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্রসাঞো চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এমএ জব্বার অংশ নেন।

এ সময় মহিলা বিষয়ক সম্পাদিকা ও পাজেপ সদস্য শতরূপা চাকমা, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সহ-দপ্তর সম্পাদক নুরুল আজম, সদস্য নুরুল্লাহ হিরো, আফতাব উদ্দিন চৌধুরী, শামীম চৌধুরী, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা বাঁশরী মারমা, যুব মহিলা লীগের সভাপতি ফারজানা আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, সদর মহিলা আওয়ামী লীগের সভাপতি সুই চিং থুই মারমা, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক জানু সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টিকো চাকমাসহ জেলা উপজেলার সিনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে বক্তারা বলেন, অবৈধ পথে ক্ষমতা দখলের চেষ্টা সফল হবে না বিএনপির। ওয়াদুদ ভূঁইয়া পার্বত্য চট্টগ্রামকে নিয়ে বার বার নীল নকশার জাল বুনে। সাধারণ মানুষকে ধোকা দেওয়ার পায়তারা সফল হবে না। কারণ আওয়ামী লীগ শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে আর বিএনপির হামলা, মারধর, হত্যার রাজনীতি করে। তাই সাধারণ মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করায় জনবিচ্ছিন্ন বিএনপি এখন জনগণের আস্থা হারিয়ে অবৈধ পন্থায় ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।

এ সময় খাগড়াছড়িতে কর্মসূচির নামে বিএনপির আর কোনো নৈরাজ্য সৃষ্টির পায়তারার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় বিএনপি সরকারের সময় আওয়ামী লীগের নেতাকর্মী, পরিবারের ওপর হামলার কথা মনে করিয়ে দেওয়া হয়। তাই সময় থাকতে সংশোধন না হলে রাজপথে বিএনপিকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। একইসঙ্গে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টা রুখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।