ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় সিপিবির পথসভায় হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
বগুড়ায় সিপিবির পথসভায় হামলার অভিযোগ

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পথ সভায় হামলা করে পণ্ড করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে।

সিপিবি বগুড়া জেলা শাখার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আদমদিঘী উপজেলা কমিটির উদ্যোগে পথসভা চলাকালীন ‘দাম কমাও জান বাঁচাও’ কর্মসূচিতে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে ব্যানার, ফেস্টুন মাইক ছিনিয়ে নিয়ে পথসভা পণ্ড করে দেয়।  

হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, কমরেড মহসিন রেজা বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মো. আমিনুল ফরিদ, বগুড়া জেলা কমিটির সভাপতি ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম, বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু প্রমুখ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সান্তাহারে সিপিবির পথ সভা হয়েছে এ বিষয়টি আমার জানা নেই। হামলা হয়েছে কিনা, আমি জানি না। তবে, কোন রাজনৈতিক কর্মসূচি পালন করলে পুলিশের অনুমতি নিতে হয়। সিপিবি এ ধরনের কোন অনুমতি নেয়নি।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।