সিলেট: সিলেটে জেলা বিএনপির কাউন্সিল আগামী ২১ মার্চ। কাউন্সিল ঘিরে ঝিমিয়ে থাকা নেতাকর্মীর মধ্যে অনেকটা প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল ৫টা পর্যন্ত ছিলো মনোনয়নপত্র জমা দানের শেষ সময়। এ যাবত পর্যন্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের বিপরীতে ১৩টি মনোনয়ন জমা পড়েছে বলে জানিয়েছে জেলা বিএনপির কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আব্দুল গাফফার। মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ. টি. এম ফয়েজ উদ্দিন, মইনুল হক চৌধুরী, শাহ নুরুল হুদা ও সামিয়া চৌধুরী।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মো. আব্দুল মান্নান, কামরুল হাসান চৌধুরী শাহীন, আ. ফ. ম. কামাল ও অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- মো. লোকমান আহমদ, এম মুজিবুর রহমান মুজিব, শাকিল মোর্শেদ ও মো. শামীম আহমদ।
তবে ১৩ প্রার্থীর মধ্যে সভাপতি পদে আলোচনায় আছেন মেয়র আরিফুল হক চৌধুরী। দীর্ঘদিন মহানগর কমিটির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা আরিফুল হক হঠাৎ জেলার সভাপতি প্রার্থী হওয়ায় বিস্ময় প্রকাশ করছেন খোদ দলের নেতাকর্মীরাও। বিএনপি ছাড়াও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এখন আরিফ।
সভাপতি হতে ইতোমধ্যে তিনি তৎপরতা শুরু করেছেন। তাকে সহসাই ছাড় দিচ্ছেন না অন্যরা। তাকে ঠোকাতে জোর তৎপরতা আরিফ বিরোধী বলয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ. টি. এম ফয়েজ বলেন, ২১ মার্চ নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জেলা বিএনপি কাউন্সিল ও সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলনে সভাপতি পদে ৩, সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং সাংগঠনিক সম্পাদক ৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকী পদগুলো কেন্দ্র থেকে আলোচনার মাধ্যমে ঠিক করে দেওয়া হবে।
তিনি বলেন, আমাদের ১৮টি ইউনিট রয়েছে। এরমধ্যে ১৩ থানা ৫ পৌর ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটে ১০১ জন করে সদস্য বা কাউন্সেলর রয়েছেন। সে হিসেবে ১ হাজার ৮১৮ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন।
তিনি বলেন, কাউন্সিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ডজন খানেক নেতা উপস্থিত ছিলেন।
২০১৯ সালের ২ অক্টোবর সিলেট জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তাতে কামরুল হুদা জায়গীরদারকে আহ্বায়ক করে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা ছিল। তিন মাসের এ কমিটি এরই মধ্যে আড়াই বছর পার করেছে।
বাংলাদেশ সময়: ২৩২৩ ঘন্টা, মার্চ ১৭, ২০২২
এনইউ/আরইউ