ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনাই উন্নয়নশীল বাংলাদেশ গড়ার কারিগর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
শেখ হাসিনাই উন্নয়নশীল বাংলাদেশ গড়ার কারিগর

দিনাজপুর: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার কারিগর’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে জেলা প্রশাসন আয়োজিত ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে উন্নয়নশীল দেশে উত্তরণ মেলা হচ্ছে। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যা চেষ্টার শিকার হয়েছেন। প্রধানমন্ত্রী নিজেদের সন্তান বা পরিবারের ভাগ্যের জন্য রাজনীতি করেন না, দেশের মানুষের জন্য রাজনীতি করেন।  

তিনি আরো বলেন, বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে, বাংলাদেশ আরও উন্নত রাষ্ট্রে পরিণত হবে এই আশা নিয়ে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে যদি সন্ত্রাসীদের অভ্যায়ারণ্য, জঙ্গিবাদের আস্তানা গড়ে তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি চোরাচালানীদের বিরুদ্ধে কাজ না করে তাহলে আমাদের যুব সমাজ মাদকের আসক্ত হবে।  

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জোনাল সেটেলমেন্ট অফিসার শামসুল আজম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, পুলিশ সুপার আনোয়ার হোসেন।  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি সুলতানা বুলবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকাদ্দেস হোসেন বাবলু, দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু।  

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা মেলায় আগত বিভিন্ন উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।