ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকায় বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
ঢাকায় বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী ঢাকার মিরপুরে বিএনপির সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় দলটির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭৫ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।  পুলিশের কাজে বাধা দেওয়া, ভাঙচুর ও জখম করার অপরাধে এ মামলাটি করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বাংলানিউজকে বলেন, মামলার সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলমান আছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে মিরপুর ৬ নম্বর মুকুল ফৌজ মাঠে আওয়ামী লীগের হামলায় বিএনপির পূর্বনির্ধারিত সমাবেশ পণ্ড হয়। সমাবেশ কেন্দ্র করে দু’দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
এমএমআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।