বরিশাল: বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির গণসমাবেশে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে সমাবেশস্থলের পূর্ব পাশে একটি ক্যাম্প করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের এই সংগঠনটি।
এছাড়া প্রাথমিক সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।
ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ডা. মো. রাকিবুজ্জামান জানান, গত কয়েকদিন ধরে সমাবেশস্থলে অবস্থান নিয়েছে অনেক মানুষ। তাদের অনেকেই পানি শূন্যতা ও গ্যাস্ট্রিকের সমস্যায় ভূগছেন। আবার অনেকে স্লোগান দিতে দিতে গলাব্যাথায় ভুগছেন। সেইসঙ্গে দূরদূরান্ত থেকে পায়ে হেঁটে সমাবেশস্থলে যারা এসেছেন তাদের অনেকের পা ব্যাথা হয়েছে। তীব্র গরমে ক্লান্তও হয়ে পড়েছেন অনেকে। এদের ওষুধ দেওয়া হচ্ছে।
এছাড়া হামলা কিংবা যে কোনো ধরনের আহতের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এসএম/এসএ