ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উত্তর আ. লীগের শান্তিমিছিল: রাজপথে হাজারো নেতাকর্মী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
উত্তর আ. লীগের শান্তিমিছিল: রাজপথে হাজারো নেতাকর্মী ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য-সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে শান্তিমিছিল আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। মিছিল শুরুর আগেই সমাবেশস্থল ও রাজপথে জড়ো দল ও অঙ্গ সংগঠনের হয়েছে হাজার হাজার নেতাকর্মী।

জানা গেছে, শনিবার (৫ নভেম্বর) মধ্য বাড্ডা ইউলুপ সংলগ্ন এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে জোন ভিত্তিক (গুলশান) শান্তিসমাবেশ ও প্রতিবাদ মিছিল শুরু হবে বিকাল সাড়ে তিনটায়। তার আগেই বিভিন্ন মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। প্রতিবাদ মিছিলটি মধ্যবাড্ডা ইউলুপ থেকে শুরু হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হবে।

এ ব্যাপারে বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এম জাহাঙ্গীর আলম বলেন, তাদের একাত্তরের মতো পরাজিত করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করবো। বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে। নৈরাজ্য-সহিংসতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সবসময় সক্রিয় থাকবে বলেও তিনি জানান।

শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। মিছিলের নেতৃত্ব দেবেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।