ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির হঠকারিতা আইনিভাবে মোকাবিলা করা হবে: পরিকল্পনামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
বিএনপির হঠকারিতা আইনিভাবে মোকাবিলা করা হবে: পরিকল্পনামন্ত্রী

সিলেট: বিএনপির হঠকারিতা আইনানুগভাবে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।

বিএনপির একদফা সরকার পতন ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিষয়ে তিনি বলেন, স্বাধীন দেশ, সংবিধান, পতাকা, জনগণ এবং নির্বাচন কমিশন, এগুলো হলো সীমারেখা।

এর বাহিরে গিয়ে কিছু করা মানে হটকারিতা। বিএনপি যদি হটকারী সিদ্ধান্ত নিয়ে আল্টিমেটাম দেয়, তাহলে সেটা আইনানুগভাবে মোকাবিলা করা হবে।

শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যে এবারের সমবায় দিবস উদযাপন হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, বিএনপির দাবি যদি যৌক্তিক হয়, দেশের জনগণ তা বিচার করবেন। কারা দেশের মানুষের উন্নয়ন করছে, মানুষের পাশে দাড়িঁয়েছে। জনগণের রায়ই শেষ রায় মনে করে আওয়ামী লীগ।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ভয় পাওয়ার দল নয়। ভয় দেখিয়ে কোনো ফায়দা হবে না। কেন না ন্যায়ের পক্ষে আওয়ামী লীগ কোনো ডাকাতি করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করেনি। আওয়ামী লীগ এই দেশের মানুষকে মুক্ত করার জন্য ত্যাগ স্বীকার করে দেশ স্বাধীন করেছে।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে হাছন রাজা অডিটরিয়ামে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট,পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো. আবু সাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান,জেলা সমবায় কর্মকর্তা বশির আহমদ ও যুবলীগ নেতা পাভেল আহমদ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।