ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশাল থেকে ঢাকায় ফিরে গ্রেফতার মহিলা দলের সাধারণ সম্পাদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
বরিশাল থেকে ঢাকায় ফিরে গ্রেফতার মহিলা দলের সাধারণ সম্পাদক মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ -ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) রাজধানীর টিকাটুলী এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা তাকে গ্রেফতার করেছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহিলা দল সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বরিশালের সমাবেশ শেষ করে লঞ্চ করে ঢাকা ফেরেন। রোববার সকালে সদরঘাটে লঞ্চ থেকে নেমে বাসায় আসার পথে টিকাটুলী এলাকায় র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদের কাছে থেকে এটা নিশ্চিত হয়েছি।

তিনি আরও জানান, সুলতানা আহমেদ এখনো র‌্যাবের টিকাটুলি অফিসে আছেন। সকালে তার ড্রাইভার ওষুধ নিয়ে সেখানে গেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।