ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘২০০১ সালের অশান্ত পরিবেশ মানুষ দেখতে চায় না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
‘২০০১ সালের অশান্ত পরিবেশ মানুষ দেখতে চায় না’

বরিশাল: পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে শক্তিশালী করে সব রাজনৈতিক অপশক্তিকে মোকাবিলা করতে হবে। এ এলাকার লোকজন শান্তি প্রিয়, তাই ২০০১ সালের অশান্ত পরিবেশ তারা আর দেখতে চায় না।

 

তিনি বলেন, তারা দেখতে চায় না নির্বাচন পররর্তী হত্যা, লুটতরাজ, ধর্ষণ, অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা। এলাকার উন্নয়ন, যা দরকার সেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে, এখন মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে চায়। আর এ শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে প্রতিহত করতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে রোববার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে উপজেলা পরিষদ হল রুমে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, সুসম্পর্ক রেখে ঘাপটি মেরে সুবিধা নেওয়া জামায়াত-বিএনপির লোকজনকে চিনে রাখতে হবে। ওরাই নির্বাচনকালীন এলাকায় নৈরাজ্য সৃষ্টি করবে। আগুন সন্ত্রাস করবে। তাই তাদের প্রতিহত করতে হবে। ২০০১ সালের জামায়াত-বিএনপির ভয়াবহ নির্যাতনকে রোডম্যাপ ধরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।