ঢাকা: দেশের নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি দিয়েছে ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (১৪ নভেম্বর) রাতে ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি মো. আবু হোরায়রা এ তথ্য জানান।
আবু হোরায়রা জানান, সোমবার রাতে নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব অনুমোদন করেছেন।
যেসব প্রতিষ্ঠানে কমিটি হয়েছে, সেগুলো হচ্ছে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, উত্তরা বিশ্ববিদ্যালয়, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
উল্লেখ্য, সবগুলো কমিটিকেই আগামী ১৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এমএইচ/এএটি