ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাট কৃষক লীগের সভাপতিসহ ৩ জনের নামে মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
জয়পুরহাট কৃষক লীগের সভাপতিসহ ৩ জনের নামে মামলা 

জয়পুরহাট: জয়পুরহাটে সৃজনী উচ্চ বিদ্যালয় পরিচালনার ভুয়া কমিটি ও বিভিন্ন জাল কাগজপত্র তৈরির অভিযোগে জেলা কৃষক লীগের সভাপতি ও বিশেষ পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরীসহ তিনজনের নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক আব্দুল লতিফ খান।

মামলায় অন্য অভিযুক্তরা হলেন-বামনপুর গ্রামের আব্দুল ওহাব (৫০) ও সগুনা গোপিনাথপুর গ্রামের মিজানুর রহমান।

ফিরোজা চৌধুরী জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ও জেলা কৃষক লীগের সভাপতি। অন্যদিকে মিজানুর রহমান সৃজনী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজ কোর্ট-১ এ মামলাটি দায়ের করেন সৃজনী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ম. নূরনবী। এসময় আদালত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, নভম্বর ১৮, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।