মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় ‘সাঁঝবেলা’ নামক একটি গ্রন্থের মোড়ক উন্মোচনসহ প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। এ বইটির লেখক শরীফুজ্জামান চৌধুরী তপন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া শহরের একটি হলরুমে এ প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেখক শরীফুজ্জামান চৌধুরী তপন।
ড. রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বরিশাল-১ সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুর রকিব।
অতিথিরা শরীফুজ্জামান চৌধুরী তপনের নতুন বই ‘সাঁঝবেলা’র প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। কবি ইব্রাহিম খলিল ও শহিদুল ইসলাম তনয়ের যৌথ সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা বেগম আয়েশা সিদ্দিকা, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রভাষক সিপার আহমদ, কবি মোস্তফা মহসিন, তৈমুল হোসেন খান, শেলুর রহমান, তাহেরুন্নেসা চৌধুরী বিনা, আবু সুফিয়ান প্রিন্স, শফিক মিয়া আপিয়ান, র্নিমাল্য মিত্র সুমন, কদরুল হক মারুফ, অমলেন্দু চক্রবর্তী বিপুল, অধ্যাপক গিয়াস উদ্দিন বাবলু, প্রভাষক খালিক উদ্দিন, অপূর্ব শর্মা, উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জাসদ নেতা মইনুল ইসলাম শামীম, ওয়াহিদ মুরাদ প্রমুখ।
যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ও লেখক শরীফুজ্জামান চৌধুরী তপন তার সাঁঝবেলা বইয়ে জুলাই-আগস্ট বিপ্লবের পটভূমিসহ সামাজিক-রাজনৈতিক বিষয়গুলো উল্লেখ করাসহ বইটি তারেক রহমানকে উৎসর্গ করেছেন।
প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা বলেছেন, ৫ আগস্ট প্রাথমিক বিজয় হয়েছে। দানব শক্তির পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে। আগামীতে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করে ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
বিবিবি/এএটি