ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

আইইউবিতে ‘পাবলিক হেলথ ইন মেডিকেল এডুকেশন’ শীর্ষক সিম্পোজিয়াম

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুন ১১, ২০২৩
আইইউবিতে ‘পাবলিক হেলথ ইন মেডিকেল এডুকেশন’ শীর্ষক সিম্পোজিয়াম

ঢাকা: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয়েছে ‘পাবলিক হেলথ ইন মেডিকেল এডুকেশন’ শীর্ষক সিম্পোজিয়াম।

শনিবার (১০ জুন) আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের অধীনে পাবলিক হেলথ বিভাগ এর আয়োজন করে।

এতে সহযোগিতা করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএমই এর মহাপরিচালক প্রফেসর ডা. টিটু মিয়া।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিএমই- এর অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম জামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য তানভীর হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইইউবির পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরান উল বাসেত।

স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস), জাতিসংঘ, গণস্বাস্থ্য ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত গণস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা, শিক্ষক ও প্রতিনিধিরা সিম্পোজিয়ামে আলোচনায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ১১, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।