ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

তিনটি পদ্ধতি অনুসরণ করে নগদে জিতে নিন আইফোন ১৫

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
তিনটি পদ্ধতি অনুসরণ করে নগদে জিতে নিন আইফোন ১৫

ঢাকা: নগদের তিনটি পদ্ধতি অনুসরণ করে গ্যাজেটপ্রেমীরা এখন সহজেই জিতে নিতে পারেন আইফোন ফিফটিন। ক্যাম্পেইনে বিজয়ীরা তারকা খেলোয়াড় তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে উপহার গ্রহণ করবেন।

 

সম্প্রতি এমন একটি ক্যাম্পেইন চালু করেছে জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। ‘এক, দুই, তিন: আইফোন ফিফটিন’ এ শিরোনামে অভিনব একটি ক্যাম্পেইন নিয়ে এসেছে নগদ। এ ক্যাম্পেইনে বিজয়ী নগদ গ্রাহকরা তাদের পছন্দের তারকা ক্রিকেটারদের কাছ থেকে এ উপহার গ্রহণ করতে পারবেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্যাম্পেইনটি চালু থাকবে।

এ ক্যাম্পেইনে অংশ নিতে প্রথমত একজন নগদ গ্রাহককে ৩৫০০ টাকা বা তার বেশি টাকা ব্যাংক বা কার্ড থেকে নগদ ওয়ালেটে অ্যাডমানি করতে হবে। এরপর তামিম ইকবালের দেওয়া ফেসবুক পোস্টের লিংকে ক্লিক করে নগদ ওয়ালেট নম্বর নিবন্ধন করতে হবে এবং পাবলিক পোস্টের মাধ্যমে তামিমের পোস্টটি শেয়ার করতে হবে।  

একইভাবে মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে আইফোন ফিফটিন নিতে নগদ গ্রাহককে ৫০ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করতে হবে নগদ অ্যাকাউন্ট থেকে। এরপর রিয়াদের দেওয়া লিংকে গিয়ে নগদ ওয়ালেট নম্বর নিবন্ধন করে রিয়াদের ফেসবুক পোস্টটি শেয়ার দিতে হবে।  

ক্যাম্পেইন শেষে দ্বৈবচয়ন ভিত্তিতে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ বিজয়ীদের নাম ঘোষণা করবেন এবং আইফোন ফিফটিন বিজয়ীর কাছে হস্তান্তর করবেন।  

আইফোন অফারের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, আমরা শুধু ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করছি না, আমরা একটি ডিজিটাল লাইফস্টাইল তৈরি করার চেষ্টা করছি। ক্যাশেলেস লেনদেনকে আরো সহজ ও আরামদায়ক করার জন্য আইফোন ক্যাম্পেইনটি আমাদের প্রতিশ্রুতির একটি প্রতীক।

তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে আরো বেশি ডিজিটাল লেনদেনে উৎসাহী করতে। যে কারণে আমরা বিভিন্ন ধরনের অফার দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।