ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

জেসিআই বরিশালের সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
জেসিআই বরিশালের সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের বরিশাল চ্যাপ্টারের বর্ষের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার পূর্বাচলে ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের মাল্টিপারপাস হলে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় নকিবুল হক ২০২৫ সালের জন্য সংগঠনটির লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বরিশাল চ্যাপ্টারের মেন্টর স্টিভ বেনেডিক্ট ডি’ সিলভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন সদ্য সাবেক লোকাল প্রেসিডেন্ট জামিল খান। নির্বাচন পরিচালনা করেন জেসিআই বাংলাদেশের ২০২৪ ভাইস প্রেসিডেন্ট বিপ্লব ঘোষ রাহুল।

নির্বাচনে ২০২৫ সালের জন্য লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হন নকিবুল হকের বাইরে ১২ সদস্যের বোর্ডে রয়েছেন সদ্য  সাবেক লোকাল প্রেসিডেন্ট জামিল খান, লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইশতি আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মইনুল আলম চৌধুরী, জয়ন্ত ভূষণ রায়, লোকাল সেক্রেটারি জেনারেল ইমাম মেহেদী, লোকাল ট্রেজারার আসাদ ইকবাল, লোকাল জেনারেল লিগ্যাল কাউন্সিলর লিপি ঘোষ, লোকাল কমিটি চেয়ার নিশাত জাহান, লোকাল ডিরেক্টর নাঈম সালেহীন, প্রীতি দেবনাথ ও ইসরাত জাহান।

নতুন বোর্ড সদস্যদের শপথ পাঠ করান সদ্য নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট নকিবুল হক। শপথপাঠের মাধ্যমে দায়িত্ব নেন তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৮,২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।