ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে দ.আফ্রিকা

নিজের শেষ ওয়ানডে বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটাচ্ছেন কুইন্টন ডি কক। পাঁচ ম্যাচ খেলেই আসরে নিজের তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন এই প্রোটিয়া ওপেনার।

আজ বাংলাদেশের বিপক্ষে ১০১ বলে স্পর্শ করেন শতক। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে তারা। ডি কক ১০১ ও হাইনরিখ ক্লাসেন ব্যাট করছেন ১৯ রানে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট শিকারের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন হেনড্রিকস। কিন্তু তা তালুবন্দী করতে পারেননি তানজিদ হাসান তামিম। শূন্য রানে জীবন পাওয়া হেনড্রিকস থামেন ১৯ বলে ১২ রান করে। সপ্তম ওভারে ওবল সিমে করা ডেলিভারিতে তার ডিফেন্স চূর্ণ করে দেন শরিফুল। দলীয় ৩৩ রানে প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ।

পরের ওভারে ডুসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। তার করা সোজা ডেলিভারিতে অ্যাক্রস দ্য লাইনে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন এক রান করা এই ব্যাটার। পাওয়ার প্লেতে চাপে পড়ার পরও ডি ককের ব্যাটিং করছিলেন একই মেজাজে। ৪৮ বলে তুলে নেন ক্যারিয়ারের ৩১তম ফিফটি। ১৫০তম ওয়ানডে খেলতে নামা বাঁহাতি এই ওপেনার আছেন দারুণ ছন্দে।

কিন্তু তাকে দারুণ সঙ্গ দিতে থাকে মারক্রাম ফিরে যান ফিফটির পরপরই। দলীয় ১৬৭ রানে তাকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন সাকিব। ৬৯ বলে ৭ চারে ৬০ রান করে ফেরেন প্রোটিয়া অধিনায়ক। তবে ডি কক তুলে নিয়েছেন তার ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি। এর আগে তার ১৯টি সেঞ্চুরির মধ্যে ১৬টিতেই জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আজও কি এর পুনরাবৃত্তি হবে?

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।