গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে।
বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছিল বাংলাদেশে। কিন্তু অস্থিরতার কারণে এখন বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি। সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে আসছে সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে এর মধ্যেই চমক হিসেবে হাজির জিম্বাবুয়ে। বিশ্বকাপ আয়োজনের আগ্রহ দেখিয়েছে আফ্রিকার দেশটি। আগামী ২০ আগস্ট আইসিসি বোর্ডে ভেন্যু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিজেদের অবস্থান জানান দিয়েছে জিম্বাবুয়ে। দেশটির ক্রিকেট বোর্ড বেশ কিছু বিষয় নিজেদের অনুকূলে দেখছে। কারণ ২০১৮ ও ২০২৩ সালে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করেছে দেশটি। সামনে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা।
তবে জিম্বাবুয়ে নারী বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১০টি দলের মধ্যে নেই। সংযুক্ত আরব আমিরাতও খেলছে না। অর্থাৎ দুই দেশই নিরপেক্ষ ভেন্যু হতে চায়। যদিও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশেই হবে বলে আশা প্রকাশ করেছেন। আইসিসির কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাড়তি সময় নিয়েছে বিসিবিও, যা মঙ্গলবার শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
এমএইচএম