ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তিন ঘণ্টা পর উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তিন ঘণ্টা পর উদ্ধার  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের অক্সিজেন এলাকায় তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হাতাহত হয়নি বলে জানান স্থানীয়রা।

বুধবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে লাইনচ্যুত হলে সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাকবলিত ওয়াগনটি উদ্ধার করা হয়।  

ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বাংলানিউজকে বলেন, তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ার আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করি।

এখন এ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।