ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে পটিয়ায় সমাবেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে পটিয়ায় সমাবেশ

চট্টগ্রাম: দৈনিক কালের কণ্ঠসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সের সাতটি গণমাধ্যম কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও তাণ্ডবের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের পটিয়ার সাংবাদিক ও সুধী সমাজ।  

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোড় এলাকায় পটিয়া প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁরা।

 

পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএমএকে জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, কবিয়াল আবু ইউসুফ, অধ্যাপক ভগীরথ দাশ, কবি শেখর নাথ পিন্টু, দৈনিক জনতার সাংবাদিক সেলিম চৌধুরী, সমকালের আহমদ উল্লাহ, কালের কণ্ঠের কাউছার আলম, আজাদীর শফিউল আজম, ইনকিলাবের নুর হোসেন, পূর্বকোণের রবিউল আলম ছোটন, মানবজমিনের শাহজাহান চৌধুরী, আমাদের সময়ের সুজিত দত্ত, বিজয় টিভির তাপস দে আকাশ, আমার বার্তার এসএমএ জুয়েল, বিএনপি নেতা মামুনুর রশীদ, জমির উদ্দিন, মাকসুদুর রহমান শাহেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পটিয়ার ছাত্র প্রতিনিধি মাহবুব উল্লাহ, হাসান আল বান্না, আবু সিদ্দিক, ওয়াহিদুল ইসলাম, গাজী জুবায়ের, জামসেদুল ইসলাম নয়ন, মাসুদ চৌধুরী, রাকিবুল হক হেলালী প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলাকারী সন্ত্রাসী ও এর পেছনের ইন্ধনদাতা গোষ্ঠীকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান।

 

গত ১৯ আগস্ট একদল সশস্ত্র সন্ত্রাসী আচমকা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ঢুকে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজটোয়েন্টিফোর টিভি, দ্যা ডেইলি সান, বাংলানিউজ, টি-স্পোর্টস ও এফএম রেডিও ক্যাপিটালের কার্যালয়ে ন্যক্কারজনক হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।