ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খুলশীতে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
খুলশীতে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ ...

চট্টগ্রাম: খুলশীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট সেগুনবাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন খুলশি থানার উপ পরিদর্শক (এসআই) মো. বেলাল।

তিনি বাংলানিউজকে বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই।

হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।