চট্টগ্রাম: খুলশীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট সেগুনবাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন খুলশি থানার উপ পরিদর্শক (এসআই) মো. বেলাল।
তিনি বাংলানিউজকে বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই।
সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এমআর/টিসি