ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিপিডিএল আরবি মিডটাউনে উইন্টার এক্সপো 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
সিপিডিএল আরবি মিডটাউনে উইন্টার এক্সপো  ...

চট্টগ্রাম: চট্টগ্রামের অন্যতম সুপরিচিত শপিং মল সিপিডিএল আরবি মিডটাউন মার্কেটে শুরু হয়েছে উইন্টার এক্সপো-২০২৫। পাঁচ দিনব্যাপী এই বিশেষ আয়োজন চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

এই এক্সপোতে দেশি-বিদেশি ব্র্যান্ডের লাইফস্টাইল আইটেমস, বুটিকস, হ্যান্ডিক্রাফ্ট, জুয়েলারি, কসমেটিক্স, ফুডসহ নানা রকমের পণ্যের সমাহার রয়েছে। ব্যবসায়ী ও গ্রাহকদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ, যেখানে এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে ট্রেন্ডি ও মানসম্মত পণ্য।

সিপিডিএল আরবি মিডটাউন কর্তৃপক্ষ জানিয়েছে, এই এক্সপো চট্টগ্রামের মানুষের শীতকালীন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করেছে। পাশাপাশি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে তারা সরাসরি ভোক্তাদের কাছে নিজেদের পণ্য তুলে ধরতে পারছেন।  

উল্লেখ্য, সিপিডিএল আরবি মিডটাউন মার্কেট চট্টগ্রামের মুরাদপুর এলাকায় অবস্থিত এবং এটি শহরের অন্যতম আকর্ষণীয় ও আধুনিক শপিং ডেস্টিনেশন।  

জাঁকজমকপূর্ণ এই আয়োজনে মিডটাউন মার্কেট কর্তৃপক্ষ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।