ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ থেকে পোশাক শিল্প সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
বাংলাদেশ থেকে পোশাক শিল্প সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ

নারায়ণগঞ্জ: বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে এখান থেকে গার্মেন্টস শিল্প সরিয়ে নিতে একটি দেশ ষড়যন্ত্র করছে।  

শনিবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হাতেম বলেন, শ্রীলংকায় যখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলো তখন সেখান থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে অস্থিরতা তৈরি করে কেউ তার দেশে হয়ত এটা নিয়ে যেতে চাইছে। আমি দেশের নাম উল্লেখ করলাম না।

তিনি বলেন, গতকাল ভারতের একটি পত্রিকায় এ ব্যাপারে নিউজ ছাপা হয়েছে। তাদের দেশে অনেক অর্ডার যাচ্ছে।

তিনি আরও বলেন, তারা মরিয়া হয়ে চেষ্টা করছে। তাই আমাদের সতর্ক হতে হবে। বিভিন্ন এলাকায় পোশাক কারখানায় অরাজকতা করা হচ্ছে। সেসসব এলাকার শ্রমিক নেতাদের এই ক্রান্তিলগ্নে ভূমিকা রাখতে হবে।

পোশাক খাতে অস্থিরতা না কাটলে শ্রমিক ও দেশ ক্ষতিগ্রস্ত হবে বলেও উল্লেখ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৪
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।