ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গুচ্ছ নয় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তির সিদ্ধান্ত ইবির

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
গুচ্ছ নয় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তির সিদ্ধান্ত ইবির

ইবি: গুচ্ছ থেকে বেরিয়ে এসে নিজস্ব ব্যবস্থাপনায় ২০২২-২৩ শিক্ষাবর্ষ সম্মান প্রথম বর্ষের ভর্তি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

রোববার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একাডেমিক কাউন্সিল শেষে একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, 'একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গুচ্ছতে না যাওয়ার সিদ্ধান্ত হয়। ভর্তি পরীক্ষা সংক্রান্ত পরবর্তীতে আরেকটি সভা হবে সেখানে এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে। '

জানা যায়, রোববার সকাল ১১টায় শুরু হয় একাডেমিক কাউন্সিল। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।