ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

‘শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে রাজনীতি করবেন না’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
‘শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে রাজনীতি করবেন না’

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা ও সে সময় হত্যা, নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

এক সময় বক্তারা বলেন, সাড়ে পাঁচ মাসের বেশি সময় পার হওয়ার পরও আন্দোলনে আহতদের বিষয়ে সরকারের পক্ষ থেকে তেমন কোনো সহায়তার ব্যবস্থা নেওয়া হয়নি।

শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো রাজনীতি করবেন না। আজকে যারা আহত নিহত হয়েছেন তাদের কারণেই আমরা এ নতুন বাংলাদেশ পেয়েছি। একই সঙ্গে আন্দোলনের সময় যারা নির্যাতন ও হত্যায় জড়িত ছিল তাদেরও বিচার করতে হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ সমাবেশ হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত ইসলাম বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এর আগেও আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পর থেকে অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে। কিন্তু তারা কেউ দেশের মানুষের জন্য কিছু করেননি। এখন দেশের প্রশ্নে সবাইকে ঐক্য বজায় রাখতে হবে।

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থী কাজী ইমাম বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই আমরা আজকের এ অবস্থানে দাঁড়াতে পেরেছি। আগামীর বাংলাদেশের কী কার্যক্রম হবে সেটি দেশের জনগণ ঠিক করবে। কেউ যদি আবারও ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নের চেষ্টা করে তাহলে আবারও তাদের রুখে দেওয়া হবে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কথা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে আন্দোলনকে বেগবান করেছে অন্য কেউ সেটি করতে পারেনি। তারপরও আমরা বৈষম্যের শিকার। আমাদের আহত শিক্ষার্থীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। আমরা নিজেদের ব্যর্থ মনে করছি। কারণ ৫ মাস পরও আমাদের আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য দাবি তুলতে হচ্ছে। আমরা কাউকে দেখে আন্দোলনে নামিনি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।