ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন 

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুন ৬, ২০২৪
ইবির চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন 

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ১৩৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৪ জন।

যা মোট আবেদনকারীর ৬১ দশমিক ৭৭ শতাংশ।  

‘বি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. এমতাজ হোসেন তথ্যটি নিশ্চিত করেন।  

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এমতাজ হোসেন ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম।

উল্লেখ্য, ইবির চারুকলা বিভাগে মোট আসন রয়েছে ৩০টি। যার মধ্যে সমন্বিত গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের জন্য নয়টি ও ‘বি’ ইউনিটের জন্য ১৫টি এবং ‘সি’ ইউনিটের জন্য ছয়টি আসন বরাদ্দ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।