ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চলমান সহিংসতার প্রতিবাদে মাঠে নামছেন ঢাবির অর্থনীতির শিক্ষকরা 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
চলমান সহিংসতার প্রতিবাদে মাঠে নামছেন ঢাবির অর্থনীতির শিক্ষকরা 

ঢাকা: শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সভা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।  

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টায় তারা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জড়ো হবেন।

 

বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিভাগের অধ্যাপক সেলিম রায়হান এ তথ্য জানান।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এবং কর্মচারী আগামীকাল অপরাজেয় বাংলার পাদদেশে সকাল ১১টায় শিক্ষার্থী ও শিক্ষকদের হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের জন্য জমায়েত হবো। অন্য সব বিভাগের শিক্ষক, কর্মচারীদের আমাদের সঙ্গে যোগ দিতে আহ্বান জানাই।

এদিকে শিক্ষকদের পক্ষ থেকে বিভাগের শিক্ষার্থীদের এ আন্দোলনে যুক্ত হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।