ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিএনপির জন্য দরজা এখনও খোলা: ইসি আনিছুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
বিএনপির জন্য দরজা এখনও খোলা: ইসি আনিছুর রহমান

কিশোরগঞ্জ: বর্তমান সংবিধান অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করবে কিনা প্রশ্নে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, বিএনপিকে আমরা অনেকবার ডেকেছি। তাদের জন্য আমাদের দরজা এখনও খোলা রয়েছে।

তারা যদি আসতে চায় আমরা তাদের সাধুবাদ জানাব। আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এটাই কমিশনের প্রত্যাশা।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সফরে এসে কিশোরগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

নির্বাচন বিষয়ে দ্বন্দ্ব-দাবির বিষয়ে আনিছুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক বিষয়গুলোর সমাধান করবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। আমরা সংবিধানের গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন দেব।

তিনি বলেন, সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে কি-না, তা রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এর সঙ্গে নির্বাচন কমিশন তথা আমাদের কোনো সম্পর্ক নেই। নভেম্বরের শুরুর দিকে তফসিল ঘোষণা করার কথা আছে। নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হবে।  

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনটা অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে হলে তা নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর। এক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

পরে নির্বাচন কমিশনার আনিছুর রহমান কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলা-উপজেলা নির্বাচন অফিসারের অংশগ্রহণে জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শনে যান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ, জেলা নির্বাচন অফিসার মো. আশ্রাফুল ইসলাম প্রমুখসহ আরো অনেকেই।

তিন দিনের সফরে কিশোরগঞ্জে এসেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। সোমবার (১৮ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলার মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শনে যাবেন তিনি। পর দিন (মঙ্গলবার) সকালে নিকলী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করবেন তিনি।  
ওইদিন দুপুরের দিকে নিকলী উপজেলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।