ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পুরস্কৃত হলেন নাট্যকার অর্পণা রানী রাজবংশী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
পুরস্কৃত হলেন নাট্যকার অর্পণা রানী রাজবংশী

১২তম বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪-এ শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কার পেলেন অর্পণা রানী রাজবংশী। বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’য় জমকালো আয়োজনের মাধ্যমে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এ সময় নাট্যকার অর্পণা রানী রাজবংশী এর হাতে শ্রেষ্ঠ নাট্যকারের সম্মানসূচক স্মারক পুরস্কারটি তুলে দেন সংস্কৃতিজন পীরজাদা শহীদুল হারুন ও সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রফেসর ড. মু. নজরুল ইসলাম তামিজী, সভাপতিত্ব করেন শফিকুর রহমান।  

নাট্যকার অর্পণা রানী রাজবংশী বলেন, জাগতিক বিষয়বস্তুকে বাস্তবিক রূপদানের মাধ্যম হলো নাটক। নাটককে বলায় সমাজের দর্পণ। আর একজন নাট্যকার হিসেবে সবসময় চেষ্টা করি দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি সমাজ পরিবর্তনের অংশীদার হতে।  

তিনি আরও বলেন, আমি খুবই আনন্দিত এবং অভিভূত আমাকে শ্রেষ্ঠ নাট্যকারের পুরষ্কারে ভূষিত করায়। তবে, কাজের প্রতি সিনসিয়ারি আজ থেকে আরও বৃদ্ধি পেল। কেননা, কলমই একমাত্র অস্ত্র, যা দিয়ে মানুষকে হাসানোর পাশাপাশি কাঁধানোও যায়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।