ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিল দলে ফিরলেন ভিনি, আর্জেন্টিনার স্বস্তি এমিলিয়ানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
ব্রাজিল দলে ফিরলেন ভিনি, আর্জেন্টিনার স্বস্তি এমিলিয়ানো

বিশ্বকাপ বাছাইপর্বে বছরের শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এর আগে দল দুটি সুসংবাদ পেয়েছে।

দল দুটিতে ফিরেছেন দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ গত অক্টোবরে দুটি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা শেষে ফের পোস্টের সামনে দেখা যাবে তাকে। আর ইনজুরির কারণে বাছাইয়ের সর্বশেষ দুই ম্যাচ না খেলতে পারা ভিনি পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন ব্রাজিল দলে। সর্বশেষ রিয়াল মাদ্রিদের জার্সিতে হ্যাটট্রিকও করেছেন এই উইঙ্গার।

আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আড়াই ঘণ্টা আগে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় নিজেদের মাটিতে পেরুর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। এর ৪৫ মিনিট পরেই মাঠে নামবে ব্রাজিল ও উরুগুয়ে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া। তিন ও চারে আছে যথাক্রমে উরুগুয়ে ও ব্রাজিল। দুই দলেরই পয়েন্ট ১৬ করে। শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে।  

প্যারাগুয়ে ও পেরুকে হারাতে পারলে কোয়ালিফাই করার কাছাকাছি পৌঁছে যাবে আর্জেন্টিনা। আর তাদের মূল ভরসা লিওনেল মেসি। অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে নিজে হ্যাটট্রিক করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুই গোল করিয়েছিলেন। ম্যাচটি ৬-০ গোলে জিতে নেয় আর্জেন্টাইনরা। ওই অঞ্চলের বাছাইয়েই এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলের মালিক মেসিই।

আর্জেন্টিনার জন্য প্যারাগুয়ের চ্যালেঞ্জ সামলানো অবশ্য সহজ হবে না। এ বছরের মাঝামাঝি সময়ে দায়িত্ব নেওয়া কোচ গুস্তাভো আলফারোর অধীনে এখন পর্যন্ত হারেনি তারা। গুস্তাভো নিজে আবার আর্জেন্টাইন। গত সেপ্টেম্বরেই পারাগুয়ে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে।  

আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ আরও আছে। দল ঘোষণার আগে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিসান্দ্রো মার্তিনেজ ইনজুরিতে ছিটকে গেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ৩-০ গোলে জেতা ম্যাচে চোট পান লিসান্দ্রো। এর আগে হেরমান পেসেলাকেও হারিয়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

অন্যদিকে ব্রাজিলের জন্য ভিনির ফেরা বড় সুসংবাদ। যদিও তাকে ছাড়াই অক্টোবরে বাছাইয়ের দুটি ম্যাচেই জয় পেয়েছে দরিভাল জুনিয়রের দল। তবে ফর্মে থাকা ভিনির কাছ থেকে ভালো কিছুই চাইবে সেলেসাওরা। এছাড়া ব্রাজিল আরও একবার নেইমার জুনিয়রকে ছাড়াই মাঠে নামবে। এ মাসের শুরুর দিকে ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার সৌদি প্রো লিগে আল হিলালের জার্সিতে খেলতে নেমে ফের চোট পেয়েছেন। তাকে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরেই থাকতে হবে।

ব্রাজিল পাবে না দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রিগোকেও। এই সেন্টার ফরোয়ার্ডও চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন। আর দলে ডাক পাননি এনদ্রিক। ফলে রাফিনিয়া ও লুইস হেনরিকের সঙ্গে আক্রমণভাগ সামলানোর দায়িত্ব নিতে হবে ভিনিকেই।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।