কয়েকদিন আগেই হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করে সুখবর দিয়েছিল বাফুফে। এবার আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদকে দলে নেওয়ার জন্য কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
জায়ানের বয়স এখন ২০। আগামী বছরের সেপ্টেম্বরে এএফসি অ-২৩ টুর্নামেন্টে বাছাইয়ের ক্যাম্প ছাড়া জায়ানকে পরখের সুযোগ নেই বাফুফের। ওই ট্রায়ালে অংশ নেওয়ার আগেই জন্ম নিবন্ধন ও পাসপোর্টের আনুষ্ঠানিকতা সেরে রাখার পরামর্শ দিয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর টিটু।
ট্রায়ালে জায়ানকে নিজের উদ্যোগেই আসতে হবে। সেই অনুযায়ী পরিকল্পনা করছেন জায়ানের বাবা শরীফ আহমেদ। তিনি বলেন, জুলাই-আগস্টের দিকে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প হতে পারে। এর আগেই আমাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্নের পরামর্শ দিয়েছে ফেডারেশন। প্রয়োজনে তারা এই ব্যাপারে সহযোগিতার আশ্বাসও দিয়েছে।
আমেরিকায় জন্ম ও বেড়ে উঠলেও জায়ানের স্বপ্ন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে তোলা। তার বাবা ও মা দুইজনই বাংলাদেশি। বাবা শরীফ আহমেদ সাবেক ফুটবলার। ১৯৯০ সালে জাতীয় অনূর্ধ্ব-১৬ দলের স্কোয়াডেও ছিলেন।
তাই এই সাবেক ফুটবলারের চাওয়া ছেলের স্বপ্ন বাস্তবায়ন হোক। কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিলেন জায়ান ও শরীফ। ৩ জানুয়ারি তারা আবার আমেরিকার উদ্দেশ্যে রওনা হবেন। আমেরিকায় ভার্জিনিয়া রাজ্যের শীর্ষ পর্যায়ে খেলেন জায়ান।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এআর