ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সমকামী বিয়ের বৈধতা দিচ্ছে অস্ট্রেলিয়া 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
সমকামী বিয়ের বৈধতা দিচ্ছে অস্ট্রেলিয়া  বিলটি পাসের পর উল্লাস। ছবি: সংগৃহীত

ঢাকা: সিনেটে অনুমোদনের পর এবার সম লিঙ্গের মধ্যে বিয়ের বৈধতা দিচ্ছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) দেশটির সংসদীয় প্রতিনিধি পরিষদ এ সংক্রান্ত একটি বিল পাস করেছে।

খবরে বলা হয়, বিলে বেশির ভাগ সংসদ সদস্য বিয়ে আইন পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। গত সপ্তাহে সিনেটেও  বিলটি পাস হয়েছে।

বিলটি প্রতিনিধি পরিষদে উত্থাপিত হওয়ার পর ১০০ জনের বেশি সংসদ সদস্য বিষয়টি নিয়ে কথা বলেন।  

অনেকেই নিজেদের ব্যক্তিগত কাহিনী তুলে ধরে এ বিলের পক্ষ সমর্থনের কারণ ব্যাখ্যা করেন তারা।

বিলটি পাসের পর সংসদে তাৎক্ষণিক উল্লাসে ফেটে পড়েন অনেকে। আবেগাপ্লুত হয়ে একে অপরকে জড়িয়েও ধরেন সংসদ সদস্যরা।  

আগামী কয়েকদিনের মধ্যেই বিলটি অনুমোদন পাবে এবং আনুষ্ঠানিকভাবে এটি আইনে পরিণত হবে বলে আশা করছেন আইন প্রণেতারা।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।