ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাইডেনের পদত্যাগের দাবি উঠেছে যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
বাইডেনের পদত্যাগের দাবি উঠেছে যুক্তরাষ্ট্রে

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ শতাধিক মানুষ নিহত হওয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগের দাবি উঠেছে যুক্তরাষ্ট্রে।

জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বৃহস্পতিবার টুইটে বলেন, ‘বাইডেন কি এবার পদত্যাগ করবেন, নাকি তাকে সরানো হবে? তবে বাইডেন সরে গেলে যদি কমলা হ্যারিস প্রেসিডেন্ট হন, তাহলে তা দশগুণ খারাপ হবে।

ঈশ্বর আমাদের রক্ষা করুন। ’

নিক্কির এই টুইটের পর রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য ও সিনেটররা টুইট করে বাইডেনের পদত্যাগ অথবা ইমপিচমেন্ট দাবি করতে থাকেন।  

রিপাবলিকান সাংসদরা বলতে থাকেন, যদি একটা ফোনের জন্য ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা হয়ে থাকে, তাহলে এত বড় ঘটনায় কেন বাইডেনের ইমপিচমেন্ট হবে না।

তারা মনে করেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া বাইডেনের চরম গাফিলতির প্রকাম।  

এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম রোববার বাইডেনের পদত্যাগ চান।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২১
নিউজ ডেস্ক  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।