ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন ড্রোন হামলায় ক্ষুব্ধ তালেবান 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
মার্কিন ড্রোন হামলায় ক্ষুব্ধ তালেবান 

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তালেবান। তারা এই হামলাকে অবৈধ ও বেআইনি বলে উল্লেখ করেছে।

 

কাবুলে রোববার মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের ৬ শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ওই হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ভিন্ন দেশের ভূখণ্ডে এ ধরনের হামলা পুরোপুরি অবৈধ ও বেআইনি।

তিনি আরও বলেন, হামলার হুমকি থাকলে আমেরিকা বিষয়টি আমাদের জানাতে পারত। নির্বিচারে এভাবে হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করা তাদের উচিৎ হয়নি।

রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়ির ওপর ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সম্ভাব্য হামলা ঠেকাতেই ওই ড্রোন হামলা বলে দাবি করে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।  

মার্কিন বাহিনী বেসামরিক মানুষ হতাহতের কথা স্বীকার করেছে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।