ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বদর যুদ্ধের চেতনা নিয়ে তালেবানের ‘বদরি-৩১৩ ফোর্স’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
বদর যুদ্ধের চেতনা নিয়ে তালেবানের ‘বদরি-৩১৩ ফোর্স’

তালেবানের বেঁধে দেওয়া সময় ৩১ আগস্টের আগেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা চলে গেছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর বিদেশি সেনাদের হাত থেকে মুক্ত হলো আফগানিস্তান।

 

মার্কিন বাহিনীর শেষ ফ্লাইট কাবুল ছাড়ার পর আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে তালেবান।

সোমবার গভীর রাতে মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দর ছাড়তেই তা পুরোপুরি দখলে চলে যায় তালেবানের হাতে। এর প্রায় সঙ্গে সঙ্গেই আলোচনায় চলে আসে তালেবানের বিশেষ বাহিনী ‘বদরি-৩১৩’। বলা হচ্ছে, মার্কিন এলিট ফোর্সের আদলে গড়ে তোলা এ বাহিনীর হাতেই এখন কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব।  
 
মার্কিন বাহিনী চলে যাওয়ার পর বুলেটপ্রুফ ভেস্ট, মাথায় ব্যালিস্টিক হেলমেট, হেলমেটে নাইট ভিশন ক্যামেরা আর অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে কাবুল বিমানবন্দরে প্রবেশ করে বদরি-৩১৩ ফোর্স নামের বিশেষ কমান্ডো ইউনিট।

সড়ক কিংবা বিমানবন্দরে এখন পাহাড়ায় রয়েছে তালেবানের এই বিশেষ কমান্ডো ইউনিট।

ইসলামের ঐতিহাসিক বদর যুদ্ধে মাত্র ৩১৩ সেনা নিয়ে মক্কা অভিযানে বিজয় লাভ করেন মুহাম্মদ (স.)। সেই চেতনা থেকেই ওই বাহিনীর নাম রাখা হয়েছে।  

জানা গেছে, অনেক বেশি দুর্ধর্ষ এ বাহিনীর সদস্যরা। মার্কিন এলিট ফোর্সের আদলে গড়ে তোলা হয়েছে এদের।  

তালেবানের সহপ্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির ছেলে বাদরুদ্দীন হাক্কানি এ বাহিনীর প্রতিষ্ঠাতা। মার্কিন ড্রোন হামলায় ২০১২ সালে নিহত হন তিনি। বর্তমানে এ বাহিনীর আনুমানিক সদস্য ৫ হাজার।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।