ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইসলাম

প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা

ঢাকা: ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো দেশব্যাপী শুরু হতে যাচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫। প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে উপজেলা/জোন পর্যায়, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

মোট তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রতিযোগিতাটি ৪৯৫টি উপজেলা, ৬৪ জেলা হয়ে আটটি বিভাগকে ১৫টি জোনে ভাগ করে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরে চারটি জোন, চট্টগ্রাম মহানগরে তিনটি, রাজশাহী ও খুলনা মহানগরে দুটি, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ মহানগরে একটি করে জোন হিসেবে মোট ১৫টি জোনে ভাগ করা হয়েছে।

জানুয়ারিতে উপজেলা পর্যায়ে, ফেব্রুয়ারিতে জেলা পর্যায়ে এবং এপ্রিলে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে মে মাসে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক পাঁচ জন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবে।

তিনটি গ্রুপের মধ্যে ‘ক’ গ্রুপে তাজবিদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, (অনূর্ধ্ব ১৮-ছাত্র), ‘খ’ গ্রুপে তাজবিদসহ ২০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৫-ছাত্র), ‘গ’ গ্রুপে তাজবিদসহ ১০ পারা হিফজ (অনুর্ধ্ব ১২-ছাত্র) বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ে উপহার হিসেবে প্রথম পুরস্কার বিজয়ীকে দুই লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে এক লাখ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়েও পুরস্কার দেওয়া হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় ও জেলা অফিসগুরোতে যোগাযোগ করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।