ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ভুয়া পরীক্ষার্থী আটক

লিগ্যাল এইড অফিসের জারিকারক পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মে ১৩, ২০২২
লিগ্যাল এইড অফিসের জারিকারক পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীন জেলা লিগ্যাল এইড অফিসসমূহের জারিকারক পদে সুষ্ঠুভাবে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১৩ মে) ঢাকার ১৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জারিকারক পদে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা একজনের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়েছে।  

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, ৬৩টি জারিকারক পদের বিপরীতে ৬ হাজার ৪৪০ জন নিয়োগ পরীক্ষায় অংশ নেন।  

আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য প্রতিটি কেন্দ্রে একাধিক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রাখা হয়।  
 
বিজি প্রেস হাই স্কুল কেন্দ্রে এবিএম মাহমুদুল হাসান নামীয় একজন পরীক্ষার্থীর বদলে প্রদীপ চন্দ্র নামের একজন পরীক্ষায় অংশ নিলে কক্ষ পরিদর্শকের তাকে দেখে সন্দেহ হয়। এরপর কাগজপত্র যাচাই করে প্রমাণ মেলে তিনি ভুয়া পরীক্ষার্থী। এ অপরাধে তাকে পুলিশে সোপর্দ করা হয় এবং ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ১৩, ২০২২
এমআইএইচ/এসএ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।