ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সপ্তাহে তিন দিন চলবে চেম্বার আদালত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ১৪, ২০২২
সপ্তাহে তিন দিন চলবে চেম্বার আদালত

ঢাকা: অবকাশকালীন ছুটি শেষে আগামী সোমবার থেকে সপ্তাহে তিন দিন বসবেন আপিল বিভাগের চেম্বার আদালত। আর চেম্বার আদালতের জজ হিসেবে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি।

সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সপ্তাহে রবি, সোম ও বুধবার বেলা আড়াইটা থেকে চেম্বার আদালতে শুনানি গ্রহণ করবেন বিচারপতি এম ইনায়েতুর রহিম।

এদিকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমানকে আপিল বিভাগের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞাকে ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মে ১৪, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।