ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

১ বছরের সাজা থেকে বাঁচতে একযুগ পলাতক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, মে ১৭, ২০২২
১ বছরের সাজা থেকে বাঁচতে একযুগ পলাতক!

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামে এক বছরের সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি শাহাব উদ্দিনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) দিনগত রাতে জেলার মাধবপুর উপজেলার মৌজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম।

গ্রেফতার সাহাব উদ্দিন হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া গ্রামের ইয়ান উদ্দিনের ছেলে। ২০১০ সালে একটি জিআর মামলায় হবিগঞ্জ আদালত থেকে তার বিরুদ্ধে এক বছরের কারাদণ্ডের আদেশ হয়েছিল।  

এসআই মো. মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, শাহাব উদ্দিনের বিরুদ্ধে ২০১০ সালে আদালত থেকে সাজার আদেশ হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সাহাব উদ্দিনকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, মে ১৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।