ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

আইন ও আদালত

ছাত্র অধিকারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মামুনের জামিন বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
ছাত্র অধিকারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মামুনের জামিন বহাল

ঢাকা: ধর্ষণের অভিযোগের মামলায় ছাত্র অধিকারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে সোমবার (২২ আগস্ট) বিচারপতি মো. নূরুজ্জামান নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

ফলে মামুনের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে হাসান আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী বাদী হয়ে ঢাকার লালবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) ভিপি নূরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।  

মামলায় হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণ ও অন্যদের বিরুদ্ধে ধর্ষণে সহায়তা ও মেসেঞ্জার গ্রুপে কুৎসা রটানোর অভিযোগ আনা হয়।

এরপর ২০২১ সালের ১৬ জুন হাসান আল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক আসলাম উদ্দিন মোল্লা।

একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে নুরুল হক নুর ছাড়াও নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকীকে অব্যাহতির সুপারিশ করা হয়।

এর মধ্যে মামুনকে ছাত্র অধিকারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

পরে গত ৩ নভেম্বর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ভিপি নুরুল হক নুরসহ পাঁচজনকে অব্যাহতি দেন আদালত।

তার আগের দিন হাসান আল মামুন ২০২১ সালের ২ নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে।

এরপর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে হাসান আল মামুন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।  

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে হাসান আল মামুনকে জামিন দেন।  

এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে গত ১ মার্চ চেম্বার আদালত মামুনের জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন।  

পরে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হলে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করে।

শুনানি শেষে সোমবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ দেন বলে জানান আইনজীবী শিশির মনির।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।