ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
হাজীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ হারুন শেখ নামে একজন গ্রেফতার।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার পিটিআই মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

হারুন চাঁদপুর সদর উপজেলার খলিসাডুলি গ্রামের আমির হোসেন শেখের ছেলে।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত চেকপোস্টের সময় আলীগঞ্জ পিটিআইয়ের মোড় এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারকে পুলিশ থামতে বললে না থেমে দ্রুতগতিতে চাঁদপুরের দিকে চলে আসে। পরে এসআই আবদুল আজিজ মোটরসাইকেলে ধাওয়া করে পৌরসভার সম্মুখ থেকে প্রাইভেটকার আটক করে।

জব্দ প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদক উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমুল, রাশেদ ও পুলিশ সদস্যরা।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বাংলানিউজকে বলেন, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।