ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
ঘাটাইলে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার হরিপুর প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জলিল ঢাকার মীরপুরের আজবার আলীর ছেলে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাংলানিউজেকে জানান, সকালে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি টাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটাস্থলেই চালক আব্দুল জলিলের মৃত্যু হয়। এ ঘটনায় উভয় ট্রাকের আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।