লক্ষ্মীপুর: 'তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো' এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলা উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) ব্যানারে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে বুধবার (২২ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে গিয়ে শেষ হয়। পরে মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। মেলায় সরকারি ৩৬ ও বেসরকারি চারটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা।
টিআইবি ও সনাকের লক্ষ্মীপুর জেলা সভাপতি জেড এম ফারুকির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কো-অর্ডিনেটর জসিম উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আরএ