ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে ট্রাক উল্টে হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
গফরগাঁওয়ে ট্রাক উল্টে হেলপার নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয় উপজেলার পাগলায় বালুভর্তি ট্রাক উল্টে হেলপার অপু মিয়ার নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অপু মিয়া পাশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদী এলাকায় আব্দুর রহমানের ছেলে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুজ্জামান খান এ তথ‍্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এর আগে সকালে হোসেনপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কের পাশে দিঘিরপাড় এলাকায় ট্রাক থেকে বালু আনলোড করার সময় ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অপু নিহত হন।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।