ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সরিষাবাড়ীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
সরিষাবাড়ীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের চাপায় শিপন মিয়া (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার একুশে মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ী থানার উপ পরিদর্শক (ওসি) মহব্বত কবীর বাংলানিউজকে জানান, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে শিপন মিয়া মোটরসাইকেলে করে তারাকান্দি যাচ্ছিলেন। পথে একুশে মোড়ে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

শিপন মিয়া আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।