ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চিনির বস্তা লুকিয়ে রাখায় ২ ব্যবসায়ীর জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
চিনির বস্তা লুকিয়ে রাখায় ২ ব্যবসায়ীর জরিমানা 

রাজশাহী: মূল্য তালিকা না থাকা ও চিনির বস্তা লুকিয়ে রাখার অভিযোগে রাজশাহীতে কয়েকটি ব্যবসার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে অভিযানে রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার আরডিএ মার্কেটের বাগদাদ স্টোরকে ১০ হাজার টাকা ও আরেকটি মুদি ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, অভিযানের সময় মূল্য তালিকা না থাকা এবং দোকানে চিনি লুকিয়ে রাখার অভিযোগে দুই মুদি দোকানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্যান্য দোকানে মূল্য তালিকা ও পণ্যের সঠিক দাম নির্ধারণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, সারা দেশের মতো রাজশাহীতেও চিনির বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো ব্যবসায়ী দাম বেশি রাখলে সরকারি নির্দেশনা অনুযায়ি তাদেরকে জরিমানা করা হচ্ছে।

জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন এই ভোক্তা অধিকার কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এসএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।