রগুনা: বরগুনায় আমেনা নামের এক মানসিক ভারসাম্যহীন নারী মা হয়েছেন। কিন্তু সন্তানের বাবার পরিচয় শনাক্ত হয়নি।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে বরগুনা সদর উপজেলার কোরক এলাকায় নিজ বাড়িতে ছেলেসন্তান জন্ম দেন ওই নারী।
পরে অসুস্থ অবস্থায় মা ও নবজাতককে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।
তারা জানান, সকালে ঘুম থেকে ওঠার পর বাইরে নামতে গেলে আছাড় খেয়ে পড়ে যান আমেনা। এরপর সন্তান ভূমিষ্ট হয় তার। পরে মা ও নবজাতকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তারা দুজনেই এখন সুস্থ ও ভালো আছেন।
এদিকে খবর পেয়ে স্থানীয়দের অনেকেই মা ও সদ্যজাত শিশুকে দেখতে হাসপাতালে যান।
বুদ্ধি প্রতিবন্ধী মাকে দেখতে হাসপাতালে গিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস। এসময় তিনি মা ও নবজাতকের চিকিৎসার খোঁজখবর নেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের উপহারসামগ্রী দেন।
এছাড়াও সন্তানের পিতা চিহ্নিত করতে ও আইনী সহয়তা পেতে সব রকমের সহযোগিতা পেতে ভুক্তভোগী অসহায় মেয়েটিকে আশ্বাস দেন।
জানা গেছে, কিশোরী ভারসাম্যহীন মেয়েটির মা পেশায় দিনমজুর, বাবা বেঁচে নাই।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এফআর/এসএএইচ