ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মফিজদ্দীন (৯০) নামে বৃদ্ধ এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার চাকলাহাট ইউনিয়নের চাকলাহাট বাজার এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

বিকেলে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।  

নিহত মফিজদ্দীন একই এলাকার বাসিন্দা।  

নিহতের পরিবার জানান, দুপুরে ওই এলাকায় হাজি খামির উদ্দীন প্রধান আলিম মাদরাসার সামনে পথচারী মফিজদ্দীনকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে দিনাজপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এদিকে নিহতের ভাতিজা স্বপন বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় এ অপমৃত্যুর বিষয়ে আমাদের কোনো দাবি নেই। তবে মোটরসাইকেল চালক কেন বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন এবং তার বাইকের সব কাগজপত্র ঠিক আছে কিনা তা দেখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।