ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অল্পের জন্য রক্ষা পেলেন ৪০ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
অল্পের জন্য রক্ষা পেলেন ৪০ যাত্রী

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক নিহত হয়েছেন।

তবে অল্পের জন্য যাত্রীবাহী বাসটির ৪০ যাত্রী ভয়াবহ প্রাণহানি থেকে বেঁচে গেছেন।  

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাজন (৩৬)।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল তিনটার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় পাহাড় থেকে নামতে গিয়ে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাথরবোঝাই ট্রাকটি সড়ক থেকে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যায়। নিহত চালকের পরিচয় জানা যায়নি। এ সময় শান্তি পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে আটকে যায়। এর ফলে অল্পের জন্য বেঁচে যায় বাসের ৪০ যাত্রী।  

প্রত্যক্ষদর্শী বাসের যাত্রী কামাল উদ্দিন বলেন, বাসভর্তি যাত্রী ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদের দিকে যাচ্ছিল। এ সময় পাশে থাকা একটি গাছের সঙ্গে আটকে গেলে আমরা বাসে থাকা যাত্রীরা বেঁচে যাই। একটি গাছ আমাদের বাঁচিয়ে দিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রাথমিকভাবে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক মারা গেছেন বলে জেনেছি। তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।